• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারতের আধিপত্য থেকে দেশকে মুক্ত করেছে সরকার: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ পি.এম.
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল - ছবি-ভিওডি বাংলা

অন্তর্বর্তী সরকার ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, এই সরকারের অধীনে বাংলাদেশ এখন স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, “এই সরকার আসার আগে ভারতের একটি আগ্রাসী প্রভাব সব জায়গায় ছিল। এখন সেই জায়গা থেকে বাংলাদেশ বের হয়ে এসে স্বাধীনভাবে কথা বলতে পারছে।”

তিনি বলেন, সরকারের কিছু বিষয়ে যৌক্তিক সমালোচনা হতে পারে, তবে অনেক ক্ষেত্রে তা অযৌক্তিক ও নির্দয় পর্যায়ে চলে যায়। “সরকার যদি ১০টির মধ্যে ৪টি কাজ করে, সেটার স্বীকৃতি না দিয়ে শুধু বাকি ৬টি না পারার জন্য সমালোচনা করা হচ্ছে।”

আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগে পদ সৃষ্টি, বদলি, পদোন্নতি ও বাজেট বরাদ্দের ক্ষমতা উচ্চ আদালতের হাতে দেওয়া হয়েছে। এটিকে তিনি বড় ধরনের সংস্কার হিসেবে উল্লেখ করেন। তিনি প্রশ্ন রাখেন, “রাষ্ট্রের এত বড় একটি অঙ্গের ক্ষেত্রে ৫৪ বছরের ইতিহাসে এটিই কি সংস্কার নয়?”

তিনি আরও বলেন, সংস্কার কোনো ম্যাজিকের মতো সঙ্গে সঙ্গে ফল দেয় না। গুম কমিশন গঠন একটি বড় পদক্ষেপ ছিল এবং এর অভিজ্ঞতার আলোকে নতুন মানবাধিকার কমিশন আইন প্রণয়ন করা হয়েছে।

আসিফ নজরুল বলেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মানবাধিকার আইনের তুলনায় বাংলাদেশের আইন উন্নত হয়েছে এবং শিগগিরই এই আইনের আওতায় মানবাধিকার কমিশনে নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, “বিপ্লবোত্তর সময়ে প্রত্যাশা ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত
গানম্যান পেলেন চরমোনাই পীর ও জোনায়েদ সাকি
গানম্যান পেলেন চরমোনাই পীর ও জোনায়েদ সাকি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করাই আমার লক্ষ্য: রাষ্ট্রদূত
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করাই আমার লক্ষ্য: রাষ্ট্রদূত