অর্থ উপদেষ্টা
ব্যাংক খাত স্থিতিশীল, তবে সুদের হার কমানো সহজ নয়

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া সরকারের পক্ষে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার এককভাবে নয়, ব্যবসায়ী সমাজের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীতে একটি গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সরকারের দেড় দশকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে একটি সুবিধাভোগী শ্রেণি ব্যাংক খাত থেকে নামে-বেনামে ঋণ নিয়ে লুটপাট ও অর্থপাচার করেছে। এর ফলে ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এতদিন ‘কার্পেটের নিচে লুকিয়ে রাখা’ এসব অনিয়ম সামনে আনা হয়েছে এবং ব্যাংক খাতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশকে দ্রুত সামনে এগিয়ে নেওয়া একটি বড় চ্যালেঞ্জ হলেও বর্তমানে ব্যাংকিং খাত অনেকটাই স্থিতিশীল। তবে এই মুহূর্তে ব্যাংক সুদের হার কমানো সহজ নয় বলে মন্তব্য করেন তিনি।
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, দেশে এখনও অর্থনৈতিক স্বস্তি ফিরে আসেনি। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সুশাসন নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, অর্থনৈতিক স্বস্তি আনতে আগামী সরকারকে সব খাতে নজরদারি বাড়াতে হবে এবং সব অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।
ভিওডি বাংলা/ এমআর/ আরিফ







