আগের তুলনায় খুন অনেক কমে গেছে: স্বরাষ্ট্র সচিব

দেশে আগের চেয়ে খুনের পরিমাণ অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। তিনি বলেন, এতোদিন যতোটুকু নিরাপদ ছিলেন, ততোটুকু নিরাপদ আছেন। আমার স্ট্যাটিস্টিক্স বলে, বাংলাদেশে আগে যা খুন হতো তার থেকে অনেক কমে গেছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় প্রধান অতিথি হিসেবে মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় সম্প্রতি দেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলো নির্বাচনের প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, এখন কী প্রভাব ফেলবে, কী প্রভাব ফেলবে না ওটা বলা খুব মুসিবত। এটা কে মারা গেলো তার ওপর নির্ভর করে।
জনগণের সেবার জন্য শতভাগ সফল হয় ফায়ার সার্ভিস মন্তব্য করে তিনি বলেন, একটি কলেই তারা সাড়া দেয়। সেই বাহিনীকে যদি আমরা সেভাবে গড়ে তুলতে না পারি তাহলে এর ব্যর্থতা আমাদের সবার। তবে সরকারের সদিচ্ছা আছে। শেষ সময়ে আমরা চেষ্টা করে যাচ্ছি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহ রায়হান কবির, নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
ভিওডি বাংলা/ এমএম







