প্রিয় মাতৃভূমির বদনখানি মলিন হতে দেব না : শিক্ষা সচিব

কুষ্টিয়ার কুমারখালীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে আট দলীয় আন্ত: স্কুল নারী ক্রিকেট টু্র্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নারীদের খেলাধূলার প্রসার, উন্নয়ন ও জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির লক্ষ্যে শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো এমন আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ড. নাসের ফাউন্ডেশন।
ফাইনাল খেলায় কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট একাদশকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয় দল। খেলা শেষে সন্ধায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহেনা পারভিন।
এ সময় তিনি বলেছেন, দেশের এমন একটি সময়ে নারী ক্রিকেট টু্র্নামেন্টের এ আয়োজন আমাদের শক্তি ও সাহস যোগায়। শীতের পড়ন্ত বিকেলে নারীদের খেলায় আমি মুগ্ধ - অনুপ্রাণিত। ছেলেদের আগে এদেশের নারীরাও বিশ্বকাপ ছিনিয়ে আনবে বলে প্রত্যাশা তাঁর। '
তিনি আরো বলেছেন, ‘পুরুষের পাশাপশি এ অঞ্চলে নারীরাও শিক্ষায়, সাংস্কৃতিক ও ক্রীড়ায় অনেক ভালো করবে। তাঁরা তাঁদের মধ্যে মননশীলতা, সংবেদনশীলতা সৃষ্টিশীলতা, মানবিকতার পুন:স্ফীত ঘটিয়ে সুনিপুণ নাগরিক হিসেবে গড়ে উঠবে। আজকের এই খেলোয়ারদের পারফর্ম দেখে আমরা আশাবাদী হতে পারি যে, আমাদের আমাদের এই প্রিয় মাতৃভূমির বদনখানি কখনও মলিন হতে দিবোনা।'
ড. নাসের ফাউন্ডেশের সভাপতি ড. আবু নাসের রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ফউজুল আজিম, কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু'র ভিজিটিং রিসার্চ স্কলার ড. এ কে এম গোলাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুর রাজ্জাক খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক প্রমূখ।
ভিওডি বাংলা/ মোশারফ হোসেন/ আ







