• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানের জাতীয় স্বার্থ ও জনসাধারণকে রক্ষার অঙ্গীকার সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক    ১০ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

চলমান বিক্ষোভের মধ্যে ইরানের কৌশলগত অবকাঠামো এবং জনসাধারণের সম্পত্তি রক্ষা করার অঙ্গীকার করেছে তেহরানের সেনাবাহিনী। একইসঙ্গে ইরানিদের ‘শত্রুদের চক্রান্ত’ নস্যাৎ করারও আহ্বান জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্রমবর্ধমান সরকারবিরোধী বিক্ষোভের বিষয়ে ইরানের নেতাদের নতুন করে সতর্ক করার পর এই অঙ্গীকার করল সেনাবাহিনী।

 শনিবার (১০ জানুয়ারি) আধা-সরকারি সংবাদ সাইটগুলোর প্রকাশিত এক বিবৃতিতে, ইরানের সামরিক বাহিনী, ইসরাইল এবং শত্রু সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দেশের জননিরাপত্তাকে দুর্বল করার চেষ্টার অভিযোগ করেছে। কারণ তেহরান জীবনযাত্রার ব্যয় নিয়ে বছরের পর বছর ধরে দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ দমন করার প্রচেষ্টা চালানোর মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে এবং তাতে কয়েক ডজন মানুষ মারা গেছে।

সেনাবাহিনী বলেছে, ‘সর্বোচ্চ কমান্ডার-ইন-চিফের নেতৃত্বে বাহিনী, অন্যান্য সশস্ত্র বাহিনীর সাথে, এই অঞ্চলে শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করার পাশাপাশি, জাতীয় স্বার্থ, দেশের কৌশলগত অবকাঠামো এবং জনসাধারণের সম্পত্তি দৃঢ়ভাবে রক্ষা এবং সুরক্ষিত করবে।’
 
এদিকে, ইরানের এলিট ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) - যা সেনাবাহিনী থেকে আলাদাভাবে কাজ করে - শনিবার সতর্ক করে দিয়েছে যে, ১৯৭৯ সালের বিপ্লবের সাফল্য এবং দেশের নিরাপত্তা রক্ষা করা তাদের কাছে একটি ‘লাল রেখা।’ 

শনিবারের শুরুতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আবারও ইরানের জনগণের প্রতি ওয়াশিংটনের সমর্থন ব্যক্ত করেছেন, যখন ইরানি কর্তৃপক্ষ মারাত্মক বিক্ষোভ দমনের চেষ্টায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে।
 
৩ জানুয়ারি থেকে ইরান জুড়ে বিক্ষোভ চলছে, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিরুদ্ধে ক্ষোভের জেরে পরে তা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে শাসনকারী ধর্মীয় ব্যবস্থার অবসানের দাবিতে বিক্ষোভে পরিণত হয়।
 
রয়টার্স জানিয়েছে, শনিবার রাতভর অস্থিরতা অব্যাহত ছিল, রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের পশ্চিমে কারাজে একটি পৌর ভবনে আগুন দেয়া হয়।
 
অন্যদিকে, ক্রমবর্ধমান বিক্ষোভের বিষয়ে প্রথম মন্তব্যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার বিক্ষোভকারীদের ‘ভাঙচুরকারী’ এবং ‘নাশকতাকারী’ বলে অভিহিত করেছেন।
 
সূত্র: আল জাজিরা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনরোষে টালমাটাল ইরান, ইন্টারনেট বন্ধ
বৈধতা সংকটে শাসকগোষ্ঠী জনরোষে টালমাটাল ইরান, ইন্টারনেট বন্ধ
গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা, ‘আগে গুলি, পরে প্রশ্ন’
গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা, ‘আগে গুলি, পরে প্রশ্ন’
পাকিস্তানে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
পাকিস্তানে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প