• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাঙছে তাহসান-রোজার সংসার

বিনোদন ডেস্ক    ১০ জানুয়ারী ২০২৬, ০৭:১২ পি.এম.
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। সংগৃহীত ছবি

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। এক বছরের সংসার ভেঙে যাওয়ার বিষয়টি একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। 

দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে তাহসান জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক হলেও সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিষয়টি স্পষ্ট করতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

তাহসান বলেন, “খবরটি সত্য। আমরা এখন আর একসঙ্গে নেই। সঠিক সময় এলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

মূলত বিবাহবার্ষিকী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের কারণেই তিনি বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করার সিদ্ধান্ত নেন বলে জানান।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার ও অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপের কাজ করছেন এবং বর্তমানে নিউইয়র্কে নিজস্ব একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

বিয়ের পর শুরুতে তাদের দাম্পত্য জীবন সুখের বলেই ধারণা করা হলেও কয়েক মাসের মধ্যেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় বলে জানা গেছে।

এদিকে বিচ্ছেদের বিষয়ে বিস্তারিত জানতে তাহসান খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বন্ধ হলো ‘ডোরেমন’
ইন্দোনেশিয়ায় বন্ধ হলো ‘ডোরেমন’
এখানে নতুন কিছু করার সুযোগ আছে: বুবলী
এখানে নতুন কিছু করার সুযোগ আছে: বুবলী
সেন্সর জটিলতায় আটকে গেল থালাপথির সিনেমা ‘জন নয়াগন’
সেন্সর জটিলতায় আটকে গেল থালাপথির সিনেমা ‘জন নয়াগন’