নির্বাচনী নিরাপত্তা
সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় করতে সশস্ত্র বাহিনীসহ ১৬টি সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর–৫২০) এই সভা অনুষ্ঠিত হবে।
শনিবার (১০ জানুয়ারি) ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত সভার বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোট উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রমের সমন্বয় সাধনের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সভায় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি)সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মহাপরিচালক বা তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ভিওডি বাংলা/ আরিফ







