• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রবিউল আলম

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না

নিজস্ব প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ পি.এম.
কথা বলছেন ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না। অন্য কোনো রাজনীতির নামে, দলের নামে বা ব্যক্তির নামে এই অঞ্চলে কোনো প্রভাব প্রতিষ্ঠা করতে পারবে না। আপনাদের নিরাপত্তা, আপনাদের আত্মমর্যাদা এবং আপনাদের পারিবারিক স্বস্তি এই সবকিছুর দায়িত্ব আমাদের।

তিনি বলেন, আপনারা এই সমাজে বসবাস করেন; কোনো উদ্বেগের মধ্যে থাকবেন না, কোনো ভীতির মধ্যেও থাকবেন না। কোনো অনৈতিক শক্তির কাছে মাথা নত করবেন না।

শনিবার (১০ জানুয়ারি) রায়ের বাজার বাংলা সড়কের গলিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রবিউল বলেন, আমরা রাজনীতিতে পরিবর্তন চাই সামাজিক আচরণ, দলীয় আচরণ এবং রাষ্ট্র পরিচালনায়। এই পরিবর্তন একমাত্র সম্ভব আপনাদের অংশগ্রহণের মাধ্যমে। জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে সমন্বয় তৈরি করা দরকার। আপনাদের নিরাপত্তা, পারিবারিক শান্তি ও আত্মমর্যাদা রক্ষা করাই আমার লক্ষ্য।

নির্বাচিত হলে পাইপলাইনে থাকা গ্যাস সংযোগে সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “সরকারকে আমি উদ্বুদ্ধ করব যাতে তারা প্রকল্প গ্রহণ, অর্থ বরাদ্দ এবং জরাজীর্ণ লাইন পুনঃস্থাপন করে সংযোগ সচল রাখে। কারণ মানুষ টাকা দিচ্ছে কিন্তু গ্যাস পাচ্ছে না। আগামী সরকার যেন এই সংযোগ স্থাপনগুলি বজায় রাখে এবং মানুষ বাংলাদেশে গ্যাস থাকা পর্যন্ত তা অবাধে পায় এটি নিশ্চিত করার দায়িত্ব আমি গ্রহণ করব।”

রবিউল বলেন, “নির্বাচিত সরকার আসার পর আমরা নিশ্চিত করব যে গ্যাস অবাধে পৌঁছায়। এটি শুধু আমার ব্যক্তিগত সমস্যা নয়, এটি পুরো এলাকার মানুষের সমস্যা। তাই ‘কালকেই সমস্যা সমাধান হবে। এভাবে আশ্বাস দেওয়া বাস্তবসম্মত নয়। আপনারা আমার প্রতিবেশী, রাষ্ট্রের মালিক এবং সম্মানিত নাগরিক। আপনাদের অধিকার রক্ষা করা আমার দায়িত্ব।

তিনি বলেন, যেসব গ্যাস সংযোগ আছে, সেগুলো আগামীতে পর্যাপ্তভাবে কার্যকর থাকবে। সেই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ ও পুনঃনির্মাণে আমি সক্ষম হব যদি বিএনপি সরকার গঠিত হয়।

বিএনপি'র এই নির্বাহী কমিটির সদস্য বলেন, আমাদের রাষ্ট্র সমস্যাপূর্ণ। পানির সরবরাহ, ড্রেনেজ, রাস্তাঘাট, যানজট, পার্কিং, ক্লিনিং সবই সমস্যা। বৃষ্টিতে জলাবদ্ধতা হয়, ড্রেনেজ জরাজীর্ণ, লাইট কাজ করে না। সিটি কর্পোরেশন দীর্ঘ সময় স্থবির। বর্তমান সরকার সংস্কার ও সমস্যার সমাধানে কার্যকর চেষ্টা করছে না।

বিএনপি'র এই নেতা বলেন, সব সমস্যার সমাধান তখনই সম্ভব, যখন নির্বাচিত সরকার আসবে এবং আপনারা একজন দায়বদ্ধ প্রতিনিধি নির্বাচিত করবেন, যিনি সমস্যা বুঝবেন, চিহ্নিত ও সমাধানে অঙ্গীকারবদ্ধ থাকবেন এবং জনগণের সঙ্গে আত্মিক, প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখবেন। একজন কার্যকর জনপ্রতিনিধির মাধ্যমে অনেক সমস্যা সমাধান সম্ভব।

শেখ রবিউল আলম রবি বলেন, আপনি যদি টেকসই উন্নয়ন চান, সমস্যার সমাধান চান, রাজনীতিতে গুণগত পরিবর্তন চান, আপনারাই মূল শক্তি। আপনাদের অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে শক্তিশালী করবে। রাজনীতিবিদদের দায়িত্ব হলো জনগণের সেবক হয়ে পাশে থাকা এটাই আমাদের কালচার।

তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমাকে মনোনীত করেছে। আগের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি, এবার দল আমার প্রতি আস্থা রেখেছে। আপনারা যদি আমাকে মূল্যবান রায়ের মাধ্যমে পাশে রাখেন, আমি সেই দায়িত্ব মর্যাদার সঙ্গে পালন করব।

এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে জিএম কাদেরের শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন
তারেক রহমানকে জিএম কাদেরের শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন
খালেদা জিয়ার দেশপ্রেম ও আপোষহীনতাই আমাদের আদর্শ
ইশরাক হোসেন খালেদা জিয়ার দেশপ্রেম ও আপোষহীনতাই আমাদের আদর্শ
দেশে কী হয়েছে আমি জানি- তারেক রহমান
আলোচনা-সমালোচনা দুইটাই চাই দেশে কী হয়েছে আমি জানি- তারেক রহমান