• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৭০ আপিলের শুনানি: মঞ্জুর ৫২, বাতিল ১৬ প্রার্থিতা

নিজস্ব প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ১১:২১ পি.এম.
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সাথে কথা বলছেন। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে শনিবার (১০ জানুয়ারি) ১৬ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থী ও তাদের প্রতিনিধিরা অংশ নেন।

শুনানি শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, প্রথম দিনে মোট ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৫২টি আপিল মঞ্জুর, ১৫টি আপিল নামঞ্জুর এবং ৩টি আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, ৭০টি আপিলের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামানের প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি শেষে কমিশন তা মঞ্জুর করে। ফলে তার প্রার্থিতা বাতিল হয়েছে। এ ছাড়া আরও ১৫টি আপিল নামঞ্জুর হওয়ায় প্রথম দিনে মোট ১৬ জনের প্রার্থিতা বাতিল হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়। শেষ দিনে একাই জমা পড়ে ১৭৬টি আপিল আবেদন।

ভিওডি বাংলা/ এমএস/আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত
ভারতের আধিপত্য থেকে দেশকে মুক্ত করেছে সরকার: আসিফ নজরুল
ভারতের আধিপত্য থেকে দেশকে মুক্ত করেছে সরকার: আসিফ নজরুল
গানম্যান পেলেন চরমোনাই পীর ও জোনায়েদ সাকি
গানম্যান পেলেন চরমোনাই পীর ও জোনায়েদ সাকি