• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক    ১১ জানুয়ারী ২০২৬, ১০:০৪ এ.এম.
শীত মৌসুমে রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা ভয়াবহ-ছবি-ভিওডি বাংলা

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এ নগরীতে বায়ুদূষণের মাত্রা কয়েকগুণ বেড়ে যায়-এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ভয়াবহ মাত্রায় দূষণ বাড়ায় রাজধানী দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে উঠছে।

রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত তালিকায় দেখা যায়, ২৩৫ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এর আগের দিন শনিবার ঢাকার স্কোর ছিল ১৯৩।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (স্কোর ২৩০)। তৃতীয় অবস্থানে ভিয়েতনামের হ্যানয় (২১৯) এবং চতুর্থ অবস্থানে চীনের চেংডু (২০১)। এই শহরগুলোর বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত।

এ ছাড়া, ভিয়েতনামের হো চি মিন সিটি (১৮৭) পঞ্চম, মায়ানমারের ইয়াঙ্গুন (১৮৩) ষষ্ঠ, ভারতের কলকাতা (১৮০) সপ্তম, মিশরের কায়রো (১৭৭) অষ্টম, সেনেগালের ডাকার (১৭৬) নবম এবং চীনের চংচিং (১৭৪) দশম অবস্থানে রয়েছে। এসব শহরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

একিউআই মান অনুযায়ী, ০-৫০ ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ অস্বাস্থ্যকর এবং ২০১-৩০০ খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ স্তরে পড়ে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করে।

বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং অন্যদেরও বাইরে কার্যক্রম সীমিত রাখা উচিত।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত
১০ জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত
কনকনে ঠাণ্ডায় জবুথুবু ঢাকাবাসী
কনকনে ঠাণ্ডায় জবুথুবু ঢাকাবাসী
আজ থেকে শীত আরও বাড়বে
আজ থেকে শীত আরও বাড়বে