প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল জানুয়ারিতেই

বহুল প্রতীক্ষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল ৯ জানুয়ারি। পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লক্ষাধিক চাকরিপ্রার্থী। প্রার্থী ও পদের সংখ্যার বিচারে এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষাগুলোর একটি বলে বিবেচিত হচ্ছে।
এখন প্রার্থীদের অপেক্ষা শুধুই ফলের। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত পরীক্ষার ১৫ দিনের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সে হিসেবে চলতি বছরের জানুয়ারি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব শনিবার দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, “আজ অধিদপ্তরে ফল প্রকাশ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সাধারণত ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করি।
আজ বিকেল ৩টা থেকে উত্তরপত্র গ্রহণ শুরু হবে। তবে যেহেতু বুয়েট মূল্যায়নের কাজটি করে এবং তাদের আজ ভর্তি পরীক্ষা চলছে, সে কারণে কিছুটা সময় লাগতে পারে। তারপরও আমাদের লক্ষ্য ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করা।”
এর আগে ২০২৪ সালে তিন ধাপে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যেই প্রিলিমিনারি ফল প্রকাশ করা হয়েছিল। সেই অভিজ্ঞতা বিবেচনায় সংশ্লিষ্টরা আশা করছেন, এবারও নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।
ভিওডি বাংলা/জা






