• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণভোট-নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ১১ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ এ.এম.
গণভোট ও নির্বাচন প্রস্তুতিতে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক-ছবি-ভিওডি বাংলা

আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কৌশল চূড়ান্ত করতে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) এই সমন্বয় সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সভায় নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এর আগে শনিবার (১০ জানুয়ারি) ইসির উপ-সচিব মো. মনির হোসেন সভা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।

সমন্বয় সভায় অংশ নিচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

এছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরাও সভায় উপস্থিত রয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোট ও নির্বাচনের সময় মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করাই এই সভার মূল উদ্দেশ্য।

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘হ্যাঁ’ ভোটে সিল মারতে ফটোকার্ড প্রকাশ
‘হ্যাঁ’ ভোটে সিল মারতে ফটোকার্ড প্রকাশ
বাংলাদেশে ২০০ পর্যবেক্ষক পাঠাচ্ছে ইইউ
জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে ২০০ পর্যবেক্ষক পাঠাচ্ছে ইইউ
প্রথমার্ধে প্রার্থিতা ফিরে পেলেন ২৭ জন
দ্বিতীয় দিনের শুনানি প্রথমার্ধে প্রার্থিতা ফিরে পেলেন ২৭ জন