নির্বাচনে গণসংযোগ কার্যক্রম জোরদারে জাসাসের মনিটরিং সেল গঠন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগ কার্যক্রম জোরদারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এ কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
নতুন গঠিত মনিটরিং সেলের আহ্বায়ক করা হয়েছে জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকিরকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন।
শনিবার (১০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান এবং সদস্য সচিব জাকির হোসেন রোকন এই মনিটরিং সেল অনুমোদন করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মাকসুদুর রহমান টিপু, নাহিদ উল্লাহ চৌধুরী, শাহ মো. বিল্লাল হোসেন, এনামুল হক জুয়েল, মাজহারুল ইসলাম খান পায়েল, শিহাব খান, টাইগার সোহেল, মো. মিজানুর রহমান, আব্দুল জাব্বার, শফিকুল হাসান রতন, শওকত আজিজ, আনোয়ার হোসেন আনু, মো. কাওছার আলী, আনোয়ার হোসেন, মাহফুজ কবির মুক্তা ও মোহাম্মদ সোহেল রানা।
নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশব্যাপী সাংস্কৃতিক ও সামাজিক পর্যায়ে গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করতে এই মনিটরিং সেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংস্কৃতিক কর্মীদের সংগঠিত করে গণতন্ত্র, ভোটাধিকার ও জাতীয়তাবাদী চেতনা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই সেলের মূল লক্ষ্য।
ভিওডি বাংলা/জা







