• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    ১১ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ এ.এম.
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমাতে রাস্তায় নামানো হয়েছে সেনাবাহিনী ও আইআরজিসি-ছবি: সংগৃহীত

চরম অর্থনৈতিক সংকটের জেরে ইরানে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের ‘মোহারেব’ বা ‘আল্লাহর শত্রু’ ঘোষণা করেছে দেশটির ইসলামপন্থি সরকার। যারা বিক্ষোভে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান প্রয়োগ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সংবিধানের ১৮৬ নম্বর ধারা অনুযায়ী সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের ‘মোহারেব’ হিসেবে গণ্য করা হবে এবং তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের সংবিধানের ১৮৬ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বা সংগঠিত অবস্থান নিলে তাকে ‘মোহারেব’ ঘোষণা করা যাবে এবং এর শাস্তি মৃত্যুদণ্ড।

চলমান বিক্ষোভের মূল কারণ ভয়াবহ অর্থনৈতিক সংকট ও লাগামহীন মূল্যস্ফীতি। দীর্ঘদিনের অবমূল্যায়নের ফলে ইরানি রিয়েল বর্তমানে বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে। বর্তমানে এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে প্রায় ৯ লাখ ৯৪ হাজার ইরানি রিয়েল। এর ফলে খাদ্য, চিকিৎসা, বাসস্থানসহ নিত্যপ্রয়োজনীয় ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

এই পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘট ডাকলে সেখান থেকেই আন্দোলনের সূত্রপাত হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে দেশের ৩১টি প্রদেশে।

বিক্ষোভ দমাতে সরকার রাজধানীসহ বিভিন্ন শহরে সেনাবাহিনী, পুলিশ ও ইসলামিক রিপাবলিক গার্ড কর্পস (আইআরজিসি) মোতায়েন করেছে। পাশাপাশি ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে একাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে, যদিও সরকারিভাবে নিহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।

সব মিলিয়ে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ইরান।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের জাতীয় স্বার্থ ও জনসাধারণকে রক্ষার অঙ্গীকার সেনাবাহিনীর
ইরানের জাতীয় স্বার্থ ও জনসাধারণকে রক্ষার অঙ্গীকার সেনাবাহিনীর
রাশিয়া-চীন ঠেকাতে গ্রিনল্যান্ড দখল প্রয়োজন: ট্রাম্প
রাশিয়া-চীন ঠেকাতে গ্রিনল্যান্ড দখল প্রয়োজন: ট্রাম্প
ইরানের পতাকা বদলে দিয়েছে এক্স!
ইরানের পতাকা বদলে দিয়েছে এক্স!