মিয়ানমারের ছোড়া গুলিতে টেকনাফ সীমান্তে বাংলাদেশি কিশোরী নিহত

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী, আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে। ওই সংঘর্ষের সময় ছোড়া একটি গুলি বাংলাদেশ সীমান্তে এসে পড়ে এক কিশোরীর প্রাণ কেড়ে নিয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছীব্রিজ সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, গত তিন দিন ধরে হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের তোতারদ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল। এর আগে গত বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। রোববার সকালে গুলি ছুড়তে ছুড়তে আরাকান আর্মির কয়েকজন সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। এ সময় এক শিশু ও এক যুবক গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
ঘটনার পর ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয়রা সড়কে নেমে বিক্ষোভ করেন এবং সীমান্তে নিরাপত্তা জোরদারসহ বিজিবির কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “গুলিতে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”
ভিওডি বাংলা/জা







