• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ৩ স্থানে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক    ১১ জানুয়ারী ২০২৬, ১২:২০ পি.এম.
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লে কাউন্টিতে ভয়াবহ বন্দুক হামলা-ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লে কাউন্টিতে ভয়াবহ বন্দুক হামলায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় তিনটি ভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ হামলা চালানো হয়। এ ঘটনায় ২৪ বছর বয়সী দারিকা মুরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে প্রাথমিকভাবে ফার্স্ট-ডিগ্রি মার্ডারের অভিযোগে অভিযুক্ত করা হলেও মামলাটি ক্যাপিটাল মার্ডারে উন্নীত করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট শনিবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, “এটি আমার ৩০ বছরের কর্মজীবনের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাগুলোর একটি। এই হামলা পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে।” 

পুলিশ জানায়, হামলার সূচনা হয় সিডার ব্লাফ এলাকার ডেভিড হিল রোডে অবস্থিত একটি বাড়ি থেকে। সেখানে দারিকা মুর প্রথমে নিজের বাবা গ্লেন মুর (৬৭), চাচা উইলি এড গাইনস (৫৫) এবং ভাই কুইন্টিন মুরকে (৩৩) গুলি করে হত্যা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মাথায় গুলির ক্ষত দেখতে পায় এবং তাদের মৃত ঘোষণা করে।

এরপর মুর তার ভাইয়ের মালিকানাধীন একটি ফোর্ড এফ-১৫০ পিকআপ ট্রাক চুরি করে পালিয়ে যান।

পরবর্তী হামলার স্থান ছিল ব্লেক রোডের একটি বাড়ি। সেখানে জোরপূর্বক প্রবেশ করে মুর আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে এক নারীকে যৌন নিপীড়নের চেষ্টা করেন। ওই সময় প্রত্যক্ষদর্শীদের সামনে তিনি সাত বছরের এক কন্যাশিশুকে গুলি করে হত্যা করেন।

নিহত শিশুটির মা, যিনি মুরের চাচাতো বোন, বাড়িতে উপস্থিত ছিলেন। তার সঙ্গে আরও তিনজন শিশু ছিল। পুলিশ জানায়, শিশুটির মাথায় গুলি লেগেছিল। বাড়ির ভেতরে আরেকটি ছোট শিশুর মাথায় একটি অস্ত্র আটকে থাকতে দেখা গেছে; তাকে গুলি করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এরপর মুর ট্রাক নিয়ে ক্লে কাউন্টির পশ্চিমাংশের সাইলাম-গ্রিফিন রোডের একটি বাড়িতে যান। সেখানে পৌঁছে পুলিশ ব্যারি ব্র্যাডলি ও স্যামুয়েল ব্র্যাডলির মরদেহ উদ্ধার করে। দু’জনই কলম্বাস শহরের বাসিন্দা ছিলেন এবং একজন স্থানীয় একটি গির্জার পাদ্রি ছিলেন বলে জানা গেছে। তাদের মাথায় গুলি লেগেছিল।

শেরিফ স্কট বলেন, “এই দুইজনকে কেন লক্ষ্য করা হয়েছিল তা এখনো পরিষ্কার নয়।”

পরে যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিসসহ বিভিন্ন সংস্থার যৌথ অভিযানে পাইনের গ্রোভ রোড ও জো মায়ার্স রোডের সংযোগস্থল থেকে দারিকা মুরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি কোনো প্রতিরোধ করেননি। সে সময় তিনি আরেকটি চুরি করা গাড়ি চালাচ্ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। তার পরিবারও জানিয়েছে, তারা কখনো ভাবেনি যে মুর এমন ভয়াবহ কাজ করতে পারে।

জেলা অ্যাটর্নি স্কট কোলম জানিয়েছেন, এই মামলায় মৃত্যুদণ্ডের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। তদন্ত এখনো চলমান রয়েছে এবং হামলার প্রকৃত উদ্দেশ্য উদঘাটনের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই ঘটনায় নিহতদের স্মরণে স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন গির্জা ও সামাজিক সংগঠন প্রার্থনা সভার আয়োজন করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের জাতীয় স্বার্থ ও জনসাধারণকে রক্ষার অঙ্গীকার সেনাবাহিনীর
ইরানের জাতীয় স্বার্থ ও জনসাধারণকে রক্ষার অঙ্গীকার সেনাবাহিনীর
রাশিয়া-চীন ঠেকাতে গ্রিনল্যান্ড দখল প্রয়োজন: ট্রাম্প
রাশিয়া-চীন ঠেকাতে গ্রিনল্যান্ড দখল প্রয়োজন: ট্রাম্প
ইরানের পতাকা বদলে দিয়েছে এক্স!
ইরানের পতাকা বদলে দিয়েছে এক্স!