গ্যাস ও নাগরিক সেবা সংকট সমাধানের আশ্বাস রবিনের

ঢাকা-৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, যাত্রাবাড়ী-শ্যামপুর-কদমতলীসহ বৃহত্তর ঢাকা-৪ এলাকায় তীব্র গ্যাস সংকট এবং পানি সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। অনেক এলাকায় পানিশপেও পানি পাওয়া যাচ্ছে না। এই ভয়াবহ সংকটের মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বছরের পর বছর গ্যাস সঞ্চালন লাইনের কোনো রক্ষণাবেক্ষণ না হওয়া।
তিনি বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমি ও বিএনপি যদি ক্ষমতায় আসি তাহলে এসব সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।

শনিবার (১০ জানুয়ারি) কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “এলাকার গ্যাস লাইনগুলো আজ ১৫ থেকে ২০ হাত মাটির নিচে চলে গেছে। ফলে লিকেজ শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। অনেক জায়গায় তিতাস কর্তৃপক্ষ লিকেজ খুঁজে পাচ্ছে না “
তানভীর রবিন জানান, কিছুদিন আগে এলাকার সাবেক জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে তিনি তিতাস গ্যাসের এমডির সঙ্গে বৈঠক করেন। সেখানে তিতাস কর্তৃপক্ষ ঢাকা-৪ এলাকার পুরোনো গ্যাস পাইপলাইন সম্পূর্ণ নতুন করে প্রতিস্থাপনের আশ্বাস দেয়, যা তিনি এলাকার মানুষের জন্য “গুড নিউজ” বলে উল্লেখ করেন। তবে এটি সময়সাপেক্ষ। তাই এই সময়ের মধ্যেই পুরোনো গভীর লাইনের জরুরি সংস্কার নিশ্চিত করতে হবে।
তিনি আরও জানান, এলাকার বিএনপি নেতাকর্মীরা দিনরাত তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তানভীর রবিন বলেন, “আমার দলের কোনো নেতা-কর্মী যদি মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং বা সন্ত্রাসীদের আশ্রয় দেয় সবার আগে তাকে ধরিয়ে দেবো। এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তিনি প্রতিশ্রুতি দেন, এলাকায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গড়ে তুলে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তানভীর রবিন বলেন, ১৯৯১ সালের পর থেকে মাতৃসদন হাসপাতাল ছাড়া এই এলাকায় আর কোনো বড় সরকারি হাসপাতাল গড়ে ওঠেনি। এই এলাকায় একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল নির্মাণ করা হবে এটাই আমার প্রতিশ্রুতি।
দোয়া মাহফিলে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরে বলেন, ‘মাতৃসদন হাসপাতাল, জিয়া সরণী খাল ও রাস্তা, শ্যামপুর সরকারি মডেল স্কুল ও কলেজ সবই বেগম খালেদা জিয়ার অবদান ‘
তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘সঠিক ইতিহাস জানানো না হলে ষড়যন্ত্রের মাধ্যমে ইতিহাস বিকৃত হবে।’ কিছু দলের বিরুদ্ধে ধর্মীয় অপব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, কোরআন-হাদিসের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়া ইসলামের বিরুদ্ধে। বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানায়নি।
মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে তানভীর রবিন বলেন, তিনি প্রতিহিংসা নয়, ঐক্যের বাংলাদেশ গড়ার নির্দেশ দিয়ে গেছেন। আমরাও সেই পথেই হাঁটতে চাই। এলাকার জনগণের কাছে দোয়া কামনা করেন এবং বলেন, “আমি এই এলাকার সন্তান। সবসময় আপনাদের পাশেই থাকব ইনশাআল্লাহ ”
এ সময় স্থানীয় বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/জা







