গণভোট
‘হ্যাঁ’ বিজয়ী করতে এনসিপির ২৭০ অ্যাম্বাসেডর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশব্যাপী সংগঠিত প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করার জন্য সারা দেশে ২৭০ জন ‘অ্যাম্বাসেডর’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই কার্যক্রমের নেতৃত্ব দেবেন।
যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী থাকবেন, সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বেই গণভোটের প্রচারণা চলবে। আর যেসব আসনে দলীয় প্রার্থী নেই, সেসব এলাকায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠে কাজ করতে আলাদা ২৭০ অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ করা হবে।
এছাড়া, সংসদ নির্বাচনের প্রস্তুতি, প্রচারণা, মাঠপর্যায়ের সমন্বয় ও মিডিয়া কার্যক্রম জোরদার করতে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন ৩১ সদস্যের কমিটির চেয়ারম্যান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং সেক্রেটারি মনিরা শারমিন।
ভিওডি বাংলা/জা






