• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ১১ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এর বৈঠক। সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (১১ জানুয়ারি) সকালে জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে নাহিদ ইসলামের ফেসবুক পেজে দেওয়া এক এডমিন পোস্টে জানানো হয়, জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে এক বিশেষ সাক্ষাতে মিলিত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তারা জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে মতবিনিময় করেন।

এর আগে শনিবার ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ জানুয়ারির মধ্যেই জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আসবে।

ভিওডি বাংলা/ এসএম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ
আবদুস সালাম এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ
ছাত্রদলই দেশের ভবিষ্যৎ শক্তি: এম এ মালিক
ছাত্রদলই দেশের ভবিষ্যৎ শক্তি: এম এ মালিক
‘হ্যাঁ’ বিজয়ী করতে এনসিপির ২৭০ অ্যাম্বাসেডর
গণভোট ‘হ্যাঁ’ বিজয়ী করতে এনসিপির ২৭০ অ্যাম্বাসেডর