• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১১ জানুয়ারী ২০২৬, ০৪:০০ পি.এম.
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

বগুড়া-২ আসনে ভোটের মাঠে ফিরলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্বাচন কমিশনে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। 

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

এর আগে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে গত ২ জানুয়ারি মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। শুনানির দ্বিতীয় দিনে দ্বিতীয়ার্ধে তার আপিল শুনানি হয়। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে শুনানি করে পুরো কমিশন।

এর আগে ঋণখেলাপির অভিযোগে মান্নার নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে গত ২৯ ডিসেম্বর ঋণ পুনঃতফসিল করার পরও ঋণখেলাপির তালিকায় তার নাম থাকার বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেন। ফলে তার নির্বাচনে অংশগ্রহণের আইনি বাধা কেটে যায়।

এদিকে নাগরিক ঐক্যের সভাপতি ও বগুড়া-২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মনোনয়ন বাতিলের পেছনে যে ষড়যন্ত্র ছিল, তা শেষ পর্যন্ত টেকেনি। আমার বিশ্বাস ছিল– এই ষড়যন্ত্র টিকবে না।’

মান্না বলেন, ‘আমি আগেও বগুড়া থেকে নির্বাচন করেছি। অথচ আমাকে বিরোধিতা করতে যে মবোক্রেসি করা হয়েছে, তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠায়। না হলে মনোনয়ন বাতিলের কোনো কারণ ছিল না।’

মান্না আরও বলেন, ‘প্রার্থিতা যাচাই-বাছাইয়ের উদ্দেশ্য কাউকে বাদ দেওয়া নয়, বরং ভুলত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া। আইন অনুযায়ী, মনোনয়নপত্রে ত্রুটি থাকলে তাৎক্ষণিক সংশোধন কিংবা সময় দিয়ে ঠিক করার সুযোগ রয়েছে। এমনকি হলফনামায় ভুল থাকলেও সম্পূরক হলফনামা দেওয়ার বিধান আছে।’

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মান্না বলেন, ‘কমিশন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে। প্রতিপক্ষকে বাদ দিয়েই বিজয় অর্জনের মানসিকতা গণতন্ত্রকে রুদ্ধ করে। তবে প্রশাসনের ভূমিকা নিয়ে আমার শঙ্কা রয়েছে। প্রশাসন কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে পারছে না। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭০টি আসন পাওয়ার আশা জাপা মহাসচিবের
শামীম হায়দার পাটোয়ারারী ৭০টি আসন পাওয়ার আশা জাপা মহাসচিবের
সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে: বরকত উল্লাহ
সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে: বরকত উল্লাহ
এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ
আবদুস সালাম এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ