• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘মর্দানি ৩’-এর পোস্টারে বড় চমক রানির

বিনোদন ডেস্ক    ১১ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

রানি মুখোপাধ্যায়-এর কেরিয়ারের অন্যতম নজরকাড়া অভিনয় ‘মর্দানি’। যেখানে একেবারে অন্যরূপে দেখা মিলেছে তাঁর। এ বার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর পোস্টার। বন্দুক হাতে আবারও কামব্যাক অভিনেত্রীর। শিবানী শিবাজি রায়। চলতি বছর ফেব্রুয়ারিতে মুক্তির কথা ছিল ছবিটি। তবে হঠাৎই এগিয়ে এসেছে দিনক্ষণ। কবে রিলিজ় হবে ‘মর্দানি ৩’?

৩০ জানুয়ারি, ২০২৬-এ মুক্তি পাবে ‘মর্দানি ৩’। রহস্য ও রোমাঞ্চে ভরপুর এই পোস্টারটি ইতিমধ্যেই কৌতুহল জাগিয়েছে দর্শকের। পুলিশ অফিসারের ভূমিকায় ফের রানির চমক দেখতে মুখিয়ে সকলেই। পোস্টারের ক্যাপশনে লেখা, ‘তিনি থামবেন না, যতক্ষণ না তিনি সবাইকে বাঁচান। রানী মুখোপাধ্যায় একজন নির্ভীক পুলিশ হিসেবে ফিরে এসেছেন।’

প্রসঙ্গত, ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ২০১৪ সালে এবং দ্বিতীয়টি ২০১৯ সালে মুক্তি পায়। দুটি ছবিই বেশ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। এর আগে একাধিক সাক্ষাৎকারে রানি জানিয়েছিলেন, এই চরিত্রটি তাঁর কাছে কতটা স্পেশাল। একইসঙ্গে তিনি দেশকে রক্ষার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রমকারী প্রকৃত পুলিশ অফিসারদের স্যালুটও জানিয়েছিলেন।

ভক্তেরাও দীর্ঘদিন এই ছবিটির জন্য অপেক্ষায় ছিলেন। কিন্তু এ বার সেই অপেক্ষার অবসান। অ্যাকশন, থ্রিলারের পাশাপাশি আবেগের দুরন্ত মিশ্রণ এই সিনেমা। এ বার দেখার বক্স অফিসে কতটা ঝড় তেলে এই ছবি।

ভিওডি বাংলা/

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহুয়া-শতাব্দীসহ তৃণমূল এমপিদের চ্যাঙদোলা করে তুলে নিল দিল্লি পুলিশ
মহুয়া-শতাব্দীসহ তৃণমূল এমপিদের চ্যাঙদোলা করে তুলে নিল দিল্লি পুলিশ
সিনেমা দেখতে গেট ভেঙে হলে ঢুকলেন প্রভাসের ভক্তরা
সিনেমা দেখতে গেট ভেঙে হলে ঢুকলেন প্রভাসের ভক্তরা
সোনার বাংলা সার্কাসের কনসেপ্টচ্যুয়াল অ্যালবাম ‘মহাশ্মশান’ প্রকাশ
সোনার বাংলা সার্কাসের কনসেপ্টচ্যুয়াল অ্যালবাম ‘মহাশ্মশান’ প্রকাশ