বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিসিবি পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। শ্রীলঙ্কায় আয়োজন করার দাবিতে অনড় বিসিবি।
এই নাটকীয় পরিস্থিতির মাঝেই টাইগারদের ম্যাচগুলো আয়োজনে নতুন করে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির সংবাদমাধ্যম সিও সুপারের এক প্রতিবেদনে পিসিবির এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানানো হয়েছে।
তাদের দাবি, যদি শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করা সম্ভব না হয়, তবে পাকিস্তান নিজেদের মাটিতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায়। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া এই অচলাবস্থা কাটাতে জরুরি বৈঠকে বসেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত আজকের এই মিটিংয়েই নির্ধারিত হবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য।
মূলত ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশনায় বিসিবি আগেই আইসিসিকে ভেন্যু পরিবর্তনের জন্য চিঠি পাঠিয়েছিল। সেই চিঠির প্রেক্ষিতেই এখন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিকল্প চিন্তা করছে।
ভারতের সঙ্গে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে কেবল শ্রীলঙ্কাই রয়েছে। ফলে ভারতের বাইরে কোনো ম্যাচ নিতে হলে সেটি শ্রীলঙ্কাতেই হওয়ার কথা। এমনকি ভারতের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পাকিস্তানকেও তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতেই খেলতে হবে। সেই হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শেষ পর্যন্ত পাকিস্তানে হওয়ার সম্ভাবনা বেশ কম।
বিশ্বকাপে বাংলাদেশ ‘সি’ গ্রুপে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হয়ে ৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।
ভিওডি বাংলা/ এমএম/এমপি







