আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির দ্বিতীয় দিন শেষে ৭০ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ৫৮ জন প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে, ৭ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ৬ জনের আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ শুনানি অনুষ্ঠিত হয়।
ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, দ্বিতীয় দিনের শুনানিতে মোট ৭০টি আপিল নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৫৮টি আবেদন মঞ্জুর, ৭টি নামঞ্জুর এবং ৬টি আবেদন পরবর্তী শুনানির জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
এদিকে গত শনিবার (১০ জানুয়ারি) অপেক্ষমাণ থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের আপিল আবেদন রোববার মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।
ইসি জানায়, আগামী সোমবার (১২ জানুয়ারি) আপিল তালিকার ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আপিল শুনানি কার্যক্রম চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তাদের বাতিল করা ৭২৩টি মনোনয়নপত্রের বিপরীতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছিল।
সংশোধিত তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভিওডি বাংলা/ এমএস/ আরিফ







