জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে সাইফুল হকের শ্রদ্ধা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করে তার আপসহীন সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক।
রোববার (১১ জানুয়ারি) বিকালে মাজার জিয়ারত শেষে তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন ও মোনাজাতে অংশ নেন। একইসঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারও জিয়ারত করেন ও তার আত্মার মাগফিরাত কামনা করেন।
এই সময় বিএনপি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীসহ ঢাকা-১২ আসনের নেতাকর্মীসহ বিপুল জনতা মোনাজাতে অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা প্রদর্শনের পর উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমের উদ্দেশে সাইফুল হক বলেন, ভোটাধিকার ও গনতন্ত্রের প্রশ্নে বেগম খালেদা জিয়ার দৃঢ়চিত্ত ভূমিকা স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে দেশের জনগণকে সাহস যুগিয়েছে, অনুপ্রাণিত করেছে। আগামীতে যারা গণতন্ত্র ও অধিকারের জন্য লড়াই করবেন, বেগম খালেদা জিয়া তাদের কাছেও সাহসের বাতিঘর হিসাবে থেকে যাবেন।
তিনি আশা করেন, বিএনপির চেয়ারপারসন হিসেবে তারেক রহমান দক্ষতা ও প্রজ্ঞার সাথে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নেবেন।
উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ১নং সদস্য, সাইফুল হকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, শাহ আলম, মোজাম্মেল হোসেন সেলিম, মনিরুল আলম রাহিমী, সেলিমুজ্জামান সেলিম, রিতা খানম। ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের আহ্বায়ক কাজী রাজা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক রোকেয়া তামান্না, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন সাধারণ সম্পাদক লিপকন। তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সভাপতি আতিক, ছাত্রদল নেতা সাজ্জাদ প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএম







