• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণভোট

‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করতে ব্যাংকের শাখায় ব্যানার টানানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ১২ জানুয়ারী ২০২৬, ১০:০৫ এ.এম.
বাংলাদেশ ব্যাংক। সংগৃহীত ছবি

আসন্ন গণভোটকে সামনে রেখে জনগণকে বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এবং ‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করতে দেশের সব ব্যাংকের প্রতিটি শাখায় দুটি করে ব্যানার টানানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনার কথা জানানো হয়। সভায় কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নরসহ দেশের সব বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উপস্থিত ছিলেন।

সভা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গণভোটের বিষয়টি জনগণের কাছে সহজ ও স্পষ্টভাবে তুলে ধরতে এবং ইতিবাচক মনোভাব তৈরি করতেই ব্যাংকগুলোর শাখা পর্যায়ে ব্যানার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকিং নেটওয়ার্ককে কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বাড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এছাড়া, গণভোটকে কেন্দ্র করে এনজিওগুলো যদি জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে, সে ক্ষেত্রে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে সহায়তা দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। নীতিনির্ধারকদের মতে, এতে করে গ্রাম ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে গণভোট সম্পর্কিত তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

সভায় ব্যাংক খাতের সামগ্রিক স্থিতিশীলতার ওপরও গুরুত্বারোপ করেন গভর্নর। খেলাপি ঋণ কমার যে ধারা শুরু হয়েছে, তা যেন অব্যাহত থাকে এবং নতুন কোনো ঝুঁকি সৃষ্টি না হয়—সে বিষয়ে ব্যাংকগুলোর প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়।

একইসঙ্গে স্কুল ব্যাংকিং কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রতিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপককে বছরে অন্তত দুটি করে স্কুল পরিদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ব্যাংক হিসাব খোলার গুরুত্ব তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

বৈঠক শেষে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরিফিন সাংবাদিকদের বলেন, “গণভোট সামনে রেখে ব্যাংক খাতের স্থিতিশীলতা ও জনআস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলাপি ঋণ কমানোর যে অগ্রগতি হয়েছে, তা ধরে রাখা এবং নতুন ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংক অত্যন্ত স্পষ্ট নির্দেশনা দিয়েছে। আমরা সবাই সেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করবো।”

ভিওডি বাংলা/ এসএম/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশ বাণিজ্যে প্রভাব নেই: বাণিজ্য উপদেষ্টা
আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশ বাণিজ্যে প্রভাব নেই: বাণিজ্য উপদেষ্টা
‘হ্যাঁ’ ভোটে সিল মারতে ফটোকার্ড প্রকাশ
‘হ্যাঁ’ ভোটে সিল মারতে ফটোকার্ড প্রকাশ
বাংলাদেশে ২০০ পর্যবেক্ষক পাঠাচ্ছে ইইউ
জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে ২০০ পর্যবেক্ষক পাঠাচ্ছে ইইউ