• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিচ্ছেদের পর মাহির পোস্ট ঘিরে নতুন বিতর্ক

বিনোদন ডেস্ক    ১২ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ এ.এম.
ভারতীয় অভিনেত্রী মাহি বিজ। সংগৃহীত ছবি

টেলিভিশন পর্দায় আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন অভিনেতা জয় ভানুশালী ও মাহি বিজ। দীর্ঘ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে চলতি বছরের শুরুতেই বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা জুটি। তবে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন মাহি বিজ।

সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক নাদিম নাদজেরের সঙ্গে মাহির একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। সম্প্রতি নাদিমের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন মাহি। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশন থেকেই নতুন সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে।

ভারতীয় অভিনেত্রী মাহি বিজ।

পোস্টে মাহি নাদিমকে তার ‘সবচেয়ে প্রিয় বন্ধু’ উল্লেখ করে লেখেন, “তুমি শুধু আমার প্রিয় বন্ধুই নও, তুমি আমার স্বস্তি, আমার শক্তি এবং আমার পরিবার। তোমার কাছে আমি যেমন, ঠিক তেমনভাবেই থাকতে পারি। আমাদের আত্মা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।”

মাহির এমন আবেগঘন বার্তার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশ তাকে লক্ষ্য করে কটূক্তি করেন এবং বিচ্ছেদের জন্য মাহিকেই দায়ী করেন। বিশেষ করে জয়ের ‘ভদ্র ও পারিবারিক’ ভাবমূর্তির কথা তুলে ধরে অনেকে প্রশ্ন তুলছেন—নাদিমের সঙ্গে সম্পর্কের কারণেই কি জয়-মাহির দীর্ঘ সংসারে ভাঙন ধরেছে?

ভারতীয় অভিনেত্রী মাহি বিজ।

তবে উল্লেখ্য, নতুন বছরের শুরুতে দেওয়া এক যৌথ বিবৃতিতে জয় ও মাহি স্পষ্ট করে জানিয়েছিলেন, তাদের বিচ্ছেদের পেছনে কোনো ‘ভিলেন’ বা নেতিবাচক কারণ নেই। তিন সন্তানের কথা বিবেচনায় রেখে এবং দীর্ঘদিনের বন্ধুত্বের টানে বিচ্ছেদের পরও তারা পরস্পরের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙছে তাহসান-রোজার সংসার
ভাঙছে তাহসান-রোজার সংসার
রেকর্ড গড়ল ‘পিনিক’
রেকর্ড গড়ল ‘পিনিক’
অবশেষে মুক্তির পথে ‘জন নয়াগন’
অবশেষে মুক্তির পথে ‘জন নয়াগন’