গুরুত্বপূর্ণ মানুষদের নিয়ে হৃতিকের ব্যতিক্রমী জন্মদিন উদযাপন

সময় এগোয়, সম্পর্ক বদলায়, কিন্তু কিছু মুহূর্ত চিরস্মরণীয় হয়ে থাকে। ঠিক এমনই এক আবেগঘন জন্মদিন উদযাপন করলেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন, ৫২ বছরে পা দিয়ে পরিবারের, বন্ধুদের এবং জীবনের গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে জীবনের আনন্দ ভাগ করে নিলেন।
রোববার (১১ জানুয়ারি) হৃতিক তার ইনস্টাগ্রামে জন্মদিনের একাধিক ছবি শেয়ার করেন। ব্যক্তিগত একটি ইয়টে ঘনিষ্ঠ পরিবেশে আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন তার বর্তমান বান্ধবী সাবা আজাদ, প্রাক্তন স্ত্রী সুজান খান ও তার সঙ্গী আরসলান গনি, সুজানের ভাই জায়েদ খান, প্রযোজক গোল্ডি বেহল, অভিনেতা ও বন্ধু কুণাল কাপুর, সোনালি বেন্দ্রে এবং অভিনেত্রী গায়ত্রী যোশী। পরিবারিক আনন্দ ভাগ করে নেন হৃতিকের দুই ছেলে হৃধান ও হৃহান এবং মা পিংকি রোশন।

ছবির ক্যাপশনে হৃতিক লিখেছেন, “পরিবার, বন্ধু, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে একই সময়ে, একই মহাকাশে থাকা আমার জন্য এক পরম সৌভাগ্য। আমরা সবাই মিলে এমন কিছু স্মৃতি তৈরি করছি যা চিরকাল থেকে যাবে। ভালোবাসার জন্য ধন্যবাদ।”
জন্মদিনে হৃতিকের প্রেমিকা সাবা আজাদও আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “তোমাকে সুখী দেখতে পাওয়ার চেয়ে দুনিয়ায় আর কিছুই আমাকে বেশি আনন্দ দেয় না। বছরের সবচেয়ে সুন্দর দিনে তোমার জন্য আনন্দ, শান্তি, সৃষ্টিশীলতা, বন্ধু ও পরিবারের সঙ্গে সময় এবং অফুরন্ত শান্তি কামনা করি। শুভ জন্মদিন আমার হৃদয়। আমি তোমাকে ভালোবাসি।”

ছবিগুলোতে দেখা যায় হৃতিক ও সাবা খোলা পরিবেশে হাঁটছেন এবং ঘরোয়া মুহূর্তে কাছাকাছি বসে হাসি ভাগ করছেন। হৃতিক ও সাবা কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন এবং ২০২৩ সালে প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা জানিয়েছেন। ৫২ বছরে পা দিয়েও হৃতিক ব্যক্তিগত জীবনে স্থিতি, পরিপক্বতা ও ভালোবাসার নতুন অধ্যায় উপস্থাপন করেছেন, যা ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ভিওডি বাংলা/ আ







