• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শ্রীলঙ্কা নয়

ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি

স্পোর্টস ডেস্ক    ১২ জানুয়ারী ২০২৬, ০১:০৩ পি.এম.
বাংলাদেশ ক্রিকেট দল। সংগৃহীত ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। টুর্নামেন্ট শুরুর মাত্র তিন সপ্তাহ বাকি থাকলেও এখনও নিশ্চিত হয়নি যে বাংলাদেশ দল ভারতেই নির্ধারিত ভেন্যুতে খেলবে কি না।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আইসিসি বিকল্প ভেন্যুর কথা ভাবছে। তবে বাংলাদেশের জোরালো দাবির পরও ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা খুব কম। বিকল্প ভেন্যু খোঁজা হচ্ছে ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমে, যেখানে স্থানীয় ক্রিকেট সংস্থা টিএনসিএ ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন আগ্রহ প্রকাশ করেছে। চেন্নাইয়ের চেপক স্টেডিয়াম ইতোমধ্যেই বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্ধারিত এবং সেখানে সাতটি ম্যাচ আয়োজন হবে, যার মধ্যে ‘সুপার এইট’ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচও রয়েছে।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ দল কলকাতায় খেলবে—৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি: ইতালির বিপক্ষে, ১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের সঙ্গে মাঠে নামার কথা।

এর আগে বিসিবি নিরাপত্তার কারণে ভেন্যু পরিবর্তনের অনুরোধ আইসিসিকে জানায়, কিন্তু এখনও কোনও আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ১২ জানুয়ারি সোমবার বিষয়টি নিয়ে আইসিসি কোনো সিদ্ধান্ত জানাতে পারে। তবে বিশ্বকাপ শুরুর ঠিক আগে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানো লজিস্টিকভাবে কঠিন হওয়ায় সেই সম্ভাবনা খুব কম।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের রেকর্ড ভেঙে বিগ ব্যাশে নতুন ইতিহাস রিশাদের
সাকিবের রেকর্ড ভেঙে বিগ ব্যাশে নতুন ইতিহাস রিশাদের
খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক
খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক
টাইব্রেকারে মার্শেইকে হারিয়ে সুপার কাপ পিএসজির
শেষ মুহূর্তের নাটক টাইব্রেকারে মার্শেইকে হারিয়ে সুপার কাপ পিএসজির