ইরানের স্বাধীনতা আসন্ন : রেজা পাহলভি

ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি দেশব্যাপী বিক্ষোভকারীদের উদ্দেশে একটি পোস্টে বলেছেন, দেশের স্বাধীনতা আসন্ন। তিনি লিখেছেন, “গত দুই সপ্তাহে, বিশেষ করে শেষ চার দিনে, আপনারা অবৈধ ইসলামি প্রজাতন্ত্রকে কাঁপিয়ে দিয়েছেন। আমি জাতীয় অভ্যুত্থানের নতুন পর্ব ঘোষণা করছি। আমরা একা নই; শিগগিরই আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাবে।”
ইরানে সম্প্রতি অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির কারণে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে, যা ২৮ ডিসেম্বর থেকে চলমান। এ পর্যন্ত ৫৩৮ জন নিহত এবং ১০,৬০০-এর বেশি গ্রেপ্তার হয়েছেন, জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। বাস্তব সংখ্যা আরও বেশি হতে পারে।
ইরানের সরকার এখনও আহত বা নিহতের আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন এবং ইসলামি প্রজাতন্ত্রের কঠোর পদক্ষেপে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন।
ভিওডি বাংলঅ/ আরিফ






