আইসিসি
বাংলাদেশ দলে মুস্তাফিজ থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচ ভারতে খেলার কথা বাংলাদেশের। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগের কারণে ম্যাচগুলো অনিশ্চয়তার মুখে পড়েছে।
নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতের মাটি থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে একাধিকবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ চিঠির জবাবে আইসিসিও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
এরই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও, আসর শুরুর আগেই মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নির্দেশ মেনে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বাংলাদেশি এই পেসারকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
মুস্তাফিজকে নিরাপত্তা শঙ্কায় আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করে বিসিবি। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। এরপরই বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের অবস্থান জানায়।
ইতোমধ্যে আইসিসির নিরাপত্তা ইউনিট জানিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশের জন্য তিনটি বড় নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমরা আইসিসিকে দুইটি চিঠি দিয়েছি। সেই চিঠির জবাবের অপেক্ষায় আছি। এর মধ্যে আইসিসির নিরাপত্তা টিম আলাদাভাবে একটি চিঠি দিয়েছে, যেটি আমাদের জানা প্রয়োজন ছিল।’
তিনি আরও জানান, আইসিসির নিরাপত্তা ইউনিটের মতে—
প্রথমত, বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমান থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।
দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকেরা যদি জাতীয় দলের জার্সি পরে প্রকাশ্যে চলাচল করেন, তাহলে ঝুঁকি তৈরি হতে পারে।
তৃতীয়ত, জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পেতে পারে।
এই পরিস্থিতিতে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারতে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে।
ভিওডি বাংলা/ এসআর/ আরিফ






