• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাবিবুর রশিদ

আগামীর বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক    ১২ জানুয়ারী ২০২৬, ০৬:২৮ পি.এম.
বক্তব্য রাখছেন হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-০৯ আসনের বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব বলেছেন, সবাই মিলে আগামীর সুন্দর ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ থাকলে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

সোমবার (১২জানুয়ারি) মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৯০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. মাহমুদ আলম তারিক।

হাবিবুর রশিদ বলেন, আমরা সবাই বাংলাদেশি এটাই আমাদের পরিচয়। ধর্ম যার যার, রাষ্ট্রের মালিক সবাই। বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যেখানে সব নাগরিক নিরাপদ থাকবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। এই দেশের মালিক জনগণ। তাদের হাতেই ফিরিয়ে দিতে হবে ভোটের মাধ্যমে।

তিনি বলেন, সবাই মিলে আমরা আগামী বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে গড়ে তুলবো।এজন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে আবারও এই দেশকে নিয়ে চক্রান্ত ও ষড়যন্ত্র হতে পারে। সে ক্ষেত্রে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো না।

আগামী ১২ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে তিনি বলেন, নির্বাচন নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কেউ যাতে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করতে না পারে। জনগণ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সবাইকে মিলে সেই সুযোগ তৈরি করতে হবে। কারণ আমরা আর বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে দিবো না।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে
ডা. রফিক গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে
ব্যবসা ও ধর্মের স্বাধীনতা এই নির্বাচনের ওপর নির্ভর করছে
আবদুস সালাম ব্যবসা ও ধর্মের স্বাধীনতা এই নির্বাচনের ওপর নির্ভর করছে
শ্রমিকদের অধিকার রক্ষায় সম্পদ সৃষ্টি ও পরিকল্পনার প্রয়োজন
মঈন খান শ্রমিকদের অধিকার রক্ষায় সম্পদ সৃষ্টি ও পরিকল্পনার প্রয়োজন