টপ নিউজ
খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুক্রবার
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ পি.এম.

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি-সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা আড়াইটায় শোকসভা শুরু হবে।
সোমবার (১২ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠেয় এই শোকসভায় দেশের রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এছাড়া, অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও।
খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করেছে। রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় তিন দিনের শোক। এর মধ্যে ছিল এক দিনের সাধারণ ছুটিও।
ভিওডি বাংলা/ এমএম





