নির্বাচনী গণসংযোগ
জাসাসের মনিটরিং সেলের প্রথম সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগ কার্যক্রম জোরদারে গঠিত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর মনিটরিং সেলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে জাসাসের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মনিটরিং সেলের আহ্বায়ক ও জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস এর আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান।
সভায় নির্বাচনী কার্যক্রম জোরদার, সাংস্কৃতিক কর্মসূচি মাধ্যমে নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মাকসুদুর রহমান টিপু, নাহিদ উল্লাহ চৌধুরী, শাহ মো. বিল্লাল হোসেন, মাজহারুল ইসলাম খান পায়েল, শিহাব খান, টাইগার সোহেল, মো. মিজানুর রহমান, আব্দুল জাব্বার, আনোয়ার হোসেন আনু, মো. কাওছার আলী, আনোয়ার হোসেন, মাহফুজ কবির মুক্তা ও মোহাম্মদ সোহেল রানা।
ভিওডি বাংলা/সবুজ/ এমএম





