• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ১২ জানুয়ারী ২০২৬, ১১:০৯ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি-সংগৃহীত

নির্বাচন নিয়ে এখনো সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারেনি সরকার ও কমিশন, নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে না পারলে সরকারকে দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, বিগত সময়ের মতো কোনো বোঝাপড়ার নির্বাচন আর চাই না। তার মতে, এবারের নির্বাচনের গুরুত্ব সীমাহীন, তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।  তিনি সতর্ক করে বলেছেন, যদি কেউ নির্বাচন প্রক্রিয়ায় ম্যাকানিজম বা অনিয়মের চেষ্টা করে, তারা পালাতে বাধ্য হবে।

তিনি বলেন,  নির্বাচনী পরিবেশ এখনও উপযুক্ত নয়। সরকারের উচিত নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে প্রত্যেক নির্বাচনী কেন্দ্রে সিসিটিভি স্থাপন নিশ্চিত করা, সেটা যত খরচই হোক।

শফিকুর রহমান বলেন, একাত্তরের স্বাধীনতার ঘোষণা সাধারণ মানুষ থেকে নয়, বরং সশস্ত্র বাহিনীর উদ্যোগে এসেছে। ১৯৭১ ও ২৪ এর জটিল দিনগুলোতে সেনাবাহিনীর দায়িত্ব পূর্ণ ভুমিকার কারণে জাতি নির্ঘাত একটা গৃহযুদ্ধ থেকে বেঁচে গেছে বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের জন্য নয়, দেশের জন্য কাজ করা উচিত। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রাষ্ট্রপ্রধানের নয় বরং সশস্ত্র বাহিনীর কর্মকর্তা থেকেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া উচিত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা-১৬ আসনের জামায়াত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন। কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, মেজর জেনারেল (অব.) মাহাবুব উল আলম, মেজর (অব.) আখতারুজ্জামান, মেজর (অব.) ব্যারিস্টার সরোয়ার হোসেন প্রমুখ এ সময় বক্তব্য রাখেন। সভায় দেশের বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ/এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে
মির্জা আব্বাস দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে
গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে
ডা. রফিক গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে
আগামীর বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ থাকতে হবে
হাবিবুর রশিদ আগামীর বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ থাকতে হবে