• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দীর্ঘ আইনি লড়াই শেষে

১৫ হাজার কোটির সম্পত্তি সাইফ আলি খানের

বিনোদন ডেস্ক    ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ পি.এম.
সাইফ আলি খান। সংগৃহীত ছবি

দীর্ঘ আড়াই দশকের আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে ১৫ হাজার কোটি টাকার বিতর্কিত সম্পত্তি মামলায় বড় জয় পেলেন পতৌদির ছোট নবাব সাইফ আলি খান। সোমবার (১২ জানুয়ারি) ভারতের ভোপালের জেলা আদালত এই রায় ঘোষণা করেন।  

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন—পতৌদি নবাব পরিবারের ১৬.৬২ একর স্থাবর সম্পত্তি বেহাত করা যাবে না। ১৯৯৮ সালে এই সম্পত্তি নিয়ে আইনি বিরোধের সূচনা হয়। সে সময় আকিল আহমেদ ও তার সহযোগীরা আদালতে মামলা করে দাবি করেন, ১৯৩৬ সালে ভোপালের তৎকালীন নবাব হামিদুল্লাহ খান তাদের পূর্বপুরুষদের ওই জমি উপহার দিয়েছিলেন।

নিজেদের জমির উত্তরাধিকার দাবি করে তারা মামলা চালিয়ে গেলেও দীর্ঘ ২৫ বছরের আইনি লড়াইয়ে সেই দাবি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি। আদালত রায়ে জানান, মামলাকারীরা কোনো বৈধ দলিল, নথিপত্র বা শক্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন।

এ ছাড়া ঘটনার প্রায় ষাট বছর পর মামলা দায়ের করাকে ‘গুরুতর দেরি’ হিসেবেও উল্লেখ করেন বিচারকরা। এসব কারণেই পুরো মামলাটি খারিজ করে দেওয়া হয়। ফলে ১৫ হাজার কোটি টাকার সম্পত্তির বৈধ উত্তরাধিকার হিসেবে সাইফ আলি খান ও পতৌদি পরিবারই থাকছেন।

উল্লেখ্য, ১৯৪৭ সালে ভোপাল ছিল একটি প্রিন্সলি স্টেট। এর শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান, যিনি সাইফ আলি খানের নানু। তার তিন কন্যার মধ্যে বড় মেয়ে আবিদা সুলতান ১৯৫০ সালে পাকিস্তানে চলে যান। দ্বিতীয় কন্যা সাজিদা সুলতান ভারতে থেকেই সাইফের দাদা ইফতিকার আলি খান পতৌদিকে বিয়ে করেন। এর ফলে পতৌদি পরিবার ওই সম্পত্তির আইনগত উত্তরাধিকার লাভ করে।

এর আগে ২০১৯ সালে আদালত সাজিদা সুলতানকে সম্পত্তির বৈধ উত্তরসূরি হিসেবে স্বীকৃতি দেন এবং তার নাতি সাইফ আলি খানের অংশীদারিত্বও নিশ্চিত করেন। যদিও আবিদা সুলতান পাকিস্তানে চলে যাওয়ায় সরকার একসময় সম্পত্তিটিকে ‘শত্রু সম্পত্তি’ হিসেবে দাবি করেছিল। পরে স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় আবারও আইনি জটিলতা তৈরি হয়।

সবশেষ রায়ে নতুন বছরে বড় স্বস্তি পেল পতৌদি পরিবার।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মা হলেন অদিতি মুন্সী
মা হলেন অদিতি মুন্সী
আবারও রাজ-মিম জুটি
আবারও রাজ-মিম জুটি
ভাঙছে তাহসান-রোজার সংসার
ভাঙছে তাহসান-রোজার সংসার