মমতাজের তিন বাড়িসহ জমি জব্দের আদেশ

অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় কারাবন্দি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের তিনটি বাড়ি ও ৪৭৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে ঢাকার মহাখালী ডিওএইচএসে ২ হাজার ৫০০ বর্গফুট আয়তনের পাঁচতলা আবাসিক ভবন, মানিকগঞ্জে পৈত্রিকসূত্রে পাওয়া দুইতলা একটি বাড়ি এবং মানিকগঞ্জ সদরে ২ হাজার ১০৯ বর্গফুটের একটি চারতলা ভবন। মানিকগঞ্জের ওই ভবনে মমতাজ চক্ষু হাসপাতাল পরিচালিত হচ্ছে। পাশাপাশি তার নামে থাকা মোট ৪৭৪ শতাংশ জমিও জব্দ করা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএম




