• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক    ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ পি.এম.
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে ভিডিও কনফারেন্সের পর এক বিবৃতিতে বিষয়টি আবারও স্পষ্ট করেছে বোর্ডটি।

বিসিবির বিবৃতিতে জানানো হয়, ভারতে গিয়ে খেলার বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। একই সঙ্গে বাংলাদেশ দলের বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের অনুরোধ পুনরায় জানানো হয়েছে।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী ৭ ফেব্রুয়ারি। প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে শুরু থেকেই বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিরাপত্তার বিষয়টি তুলে ধরে ভারতে ম্যাচ না খেলার দাবি জানিয়ে আসছেন।

বিসিবির বিবৃতিতে বলা হয়, “আলোচনার সময় বিসিবি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে এবং আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে।”

বিসিবি জানায়, আইসিসি বিশ্বকাপের সূচি ইতোমধ্যে চূড়ান্ত হওয়ার কথা উল্লেখ করে তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানালেও বোর্ড সিদ্ধান্ত পরিবর্তনে রাজি হয়নি। তবে সম্ভাব্য সমাধান খুঁজতে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

ভিডিও কনফারেন্সে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

এর আগে সোমবার আইসিসি বিসিবির কাছে একটি অভ্যন্তরীণ নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদন পাঠায়। প্রতিবেদনে বলা হয়, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো নির্দিষ্ট বা অতিরিক্ত নিরাপত্তা ঝুঁকি নেই। কিছু ভেন্যুতে ঝুঁকি ‘কম থেকে মাঝারি’ এবং কোথাও ‘কম থেকে নেই’, যা আইসিসির নিয়মিত নিরাপত্তা শ্রেণিবিন্যাসের মধ্যেই পড়ে।

বাংলাদেশের ভারতে খেলা নিয়ে এই জটিলতার সূত্রপাত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার পর। বিষয়টির পেছনে আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি। এর পরপরই বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয় এবং বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানায়, তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় না।

ভিওডি বাংলা/ এসআর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি
শ্রীলঙ্কা নয় ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি
শীর্ষ টি–টোয়েন্টি লিগে প্রথম বাবা–ছেলে জুটি
বিপিএলে ইতিহাস শীর্ষ টি–টোয়েন্টি লিগে প্রথম বাবা–ছেলে জুটি
রিয়ালকে হারিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা
রিয়ালকে হারিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা