বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে: ভারতীয় সেনাপ্রধান

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে সাম্প্রতিক বিভিন্ন আলোচনার বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দেয়ার সময় এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ সে বিষয়টিকে ভারতীয় সেনাবাহিনী কী হুমকি হিসেবে দেখছে?
জবাবে ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশে বর্তমানে কী ধরনের সরকার দায়িত্বে রয়েছে এবং সেই সরকার স্বল্পমেয়াদি না দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিচ্ছে- এ বিষয়টি আগে পরিষ্কারভাবে বোঝা জরুরি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে এ তথ্য জানানো হয়।
তিনি আরও বলেন, যদি বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকে, তাহলে দেখতে হবে তারা পরবর্তী চার–পাঁচ মাসের জন্য সিদ্ধান্ত নিচ্ছে, নাকি চার–পাঁচ বছরের জন্য। সেই প্রেক্ষাপটেই ভারতের প্রতিক্রিয়া প্রয়োজন কি না, তা মূল্যায়ন করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, পরিস্থিতি বুঝে বিচার-বিশ্লেষণ করাই এই মুহূর্তে ভারতের মূল লক্ষ্য।
জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও জানান, বর্তমানে ভারতের স্থল, নৌ ও বিমান, তিন বাহিনীর সঙ্গেই বাংলাদেশের যোগাযোগ চ্যানেল পুরোপুরি খোলা রয়েছে। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিক যোগাযোগ মাধ্যম সক্রিয় আছে এবং তিনি নিজে নিয়মিতভাবে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রাখছেন। একইভাবে অন্যান্য সামরিক চ্যানেল দিয়েও যোগাযোগ অব্যাহত রয়েছে।
সম্প্রতি ভারত একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছিল বলেও জানান তিনি। ওই প্রতিনিধিরা মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। পাশাপাশি ভারতের নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধানও তাদের সমকক্ষদের সঙ্গে কথা বলেছেন। তার মতে, এসব যোগাযোগের মূল উদ্দেশ্য হলো- যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি না তৈরি হয়।
ভারতীয় সেনাপ্রধান বলেন, সক্ষমতা বৃদ্ধি বা সামরিক প্রস্তুতির বিষয়টি সব দেশের জন্যই একটি চলমান প্রক্রিয়া। ভারত যেমন নিজের সক্ষমতা উন্নয়ন করছে, তেমনি অন্য দেশগুলোও করছে। তবে, বাংলাদেশের পরিস্থিতি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।
ভিওডি বাংলা/ এমএম/এমপি






