• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

স্পোর্টস ডেস্ক    ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ পি.এম.
ফিফা বিশ্বকাপ ট্রফি। সংগৃহীত ছবি

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর—ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় পৌঁছাচ্ছে। তবে ট্রফিটি সবার জন্য উন্মুক্তভাবে প্রদর্শন করা হবে না। কোকা–কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশ নিয়ে নির্বাচিত ব্যক্তিরাই ট্রফিটি সরাসরি দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন।

জানা গেছে, এই বিশেষ ক্যাম্পেইনটি শেষ হয়েছে ৮ জানুয়ারি। এতে অংশ নিতে ক্রেতাদের নির্দিষ্ট প্রোমোশনাল বোতল কিনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ফিফা–থিমভিত্তিক কুইজে অংশ নিতে হয়েছে। সেখান থেকে নির্বাচিত বিজয়ীরা পেয়েছেন এক্সক্লুসিভ পাস, যার মাধ্যমেই ট্রফি দেখার সুযোগ মিলবে।

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা–কোলার ষষ্ঠ আসর সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে। এই বৈশ্বিক সফরের উদ্বোধন করেন ইতালির কিংবদন্তি ফুটবলার ও ২০০৬ বিশ্বকাপজয়ী আলেসান্দ্রো দেল পিয়েরো। অনুষ্ঠানে সৌদি ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রিয়াদ পর্বে দেল পিয়েরো শিশুদের নিয়ে একটি ফুটবল ক্লিনিকে অংশ নেন। দিনশেষে সাধারণ দর্শকদের জন্য একটি পাবলিক ফ্যান ইভেন্টের আয়োজন করা হয়। সেখান থেকেই বিশ্বকাপ ট্রফির এই বৈশ্বিক যাত্রা শুরু হয়।

এই ট্যুরে ট্রফিটি ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি ভেন্যুতে প্রদর্শিত হবে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময়। এরই ধারাবাহিকতায় ঢাকায় ট্রফির আগমন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশ যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করবে। এতে অংশ নেবে ৪৮টি দল এবং অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ। ট্রফি ট্যুরে ভবিষ্যতের পুরুষ ও নারী বিশ্বকাপ আয়োজক দেশগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

কোকা–কোলার ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, ফুটবল মানুষের মধ্যে সংযোগ তৈরি করে এবং দুই দশকেরও বেশি সময় ধরে এই ট্রফি ট্যুর বিশ্বজুড়ে সেই উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। অন্যদিকে ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাইও জানান, বিশ্বকাপ ট্রফি খেলাধুলার সর্বোচ্চ সম্মানের প্রতীক—আর ঢাকায় এর প্রদর্শনী বাংলাদেশের ফুটবলভক্তদের জন্য হবে স্মরণীয় এক অভিজ্ঞতা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি
শ্রীলঙ্কা নয় ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি
শীর্ষ টি–টোয়েন্টি লিগে প্রথম বাবা–ছেলে জুটি
বিপিএলে ইতিহাস শীর্ষ টি–টোয়েন্টি লিগে প্রথম বাবা–ছেলে জুটি
রিয়ালকে হারিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা
রিয়ালকে হারিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা