• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাহফুজ আলম

দালালরা সম্পদ ও মিডিয়া গড়েছে, তাই পরিবর্তন হয়নি

ঢাবি প্রতিনিধি    ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:২২ পি.এম.
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সংগৃহীত ছবি

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে দালালরা সম্পদ গড়ে তুলেছে, মিডিয়া পরিচালনা করছে—এ কারণেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, অল্প কিছু মানুষের সুবিধার জন্য গণঅভ্যুত্থান হয়নি; এটি হয়েছিল সবার পরিবর্তনের জন্য। সেই পরিবর্তন আনতে হলে সংস্কার অপরিহার্য। তিনি বলেন, “রাঘববোয়ালদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।”

তিনি অভিযোগ করে বলেন, গত চার মাস তাকে কার্যত কাজ করতে দেওয়া হয়নি। ফলে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করা যায়নি। পুরনো বন্দোবস্তের লোকজনকে বহাল রেখে নতুন কাঠামো গড়ে তোলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সম্পদের পুনর্বণ্টনের ওপর গুরুত্বারোপ করে সাবেক এই তথ্য উপদেষ্টা বলেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি চুক্তি হয়ে থাকে, তাহলে এখন কেন বিপরীতমুখী বক্তব্য দেওয়া হচ্ছে—সে প্রশ্ন উঠছে। তার মতে, রাজনৈতিক সমঝোতার অর্থ হলো ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস।

তিনি আরও বলেন, সম্পদের পুনর্বণ্টন জরুরি হলেও জমি বণ্টনের বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মাহফুজ আলম বলেন, “গণঅভ্যুত্থান আমাদের অনেক দূর এগিয়ে নিয়েছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর আচরণ সেই অগ্রগতিকে আবার পিছিয়ে দিচ্ছে।”

ভিওডি বাংলা/ আর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ
জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ
ছাত্রদল সমর্থিত রাকিব ভিপি পদে ৫৫ ভোটে এগিয়ে
জকসু নির্বাচনে ৭ কেন্দ্রের ফল: ছাত্রদল সমর্থিত রাকিব ভিপি পদে ৫৫ ভোটে এগিয়ে
৪ কেন্দ্রের ফলাফলে শিবির এগিয়ে
জকসু নির্বাচন: ৪ কেন্দ্রের ফলাফলে শিবির এগিয়ে