ছাত্রসংসদ নির্বাচন বন্ধ করা অগণতান্ত্রিক: ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, বেগম রোকেয়া এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক মহল চাইছে না নির্বাচন হোক। তাই প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। কিন্তু নিরাপত্তার অজুহাতে নির্বাচন বন্ধ করা অগণতান্ত্রিক সিদ্ধান্ত, যা ছাত্ররা মেনে নেবে না।
মঙ্গলবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ডাকসু প্রতিনিধিদের বৈঠক শেষে এসব কথা বলেন সাদিক কায়েম।
ডাকসু ভিপি বলেন, জাতীয় নির্বাচনের তিন সপ্তাহ বাকি, তার আগে ছাত্রসংসদের ভোট স্থগিত করা অগণতান্ত্রিক। এই নির্বাচনে প্রায় চার কোটি তরুণ অংশ নেবে (ভোট দেবে)। সুতরাং ইসি এমন কোনো কাজ করবে না, যাতে করে ইসির প্রতি তরুণদের আস্থাহীনতা তৈরি হয়। ঠিক সময়ে ভোট হওয়ার জন্য ইসি কাজ করবে।
সাদিক কয়েম আরও বলেন, ‘আমরা বারবার বলছি, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিনিধিত্ব করবে। এর মাধ্যমে জানতে পেরেছি ছাত্ররা কেমন বাংলাদেশ দেখতে চায়।’
সঠিক সময়ে ছাত্রসংসদ নির্বাচন হওয়ার বিষয়ে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন সাদিক কায়েম।
ভিওডি বাংলা/ এমপি







