কুমারখালীতে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুষ্টিয়া কুমারখালীতে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কুমারখালী প্রতিবন্ধী সংগঠন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের আয়োজনে, সকাল ১১ টার সময় খয়েরচারা প্রতিবন্ধী সংগঠনের কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান, অধ্যাপক জিল্লুর রহমান, প্রতিবন্ধী সংগঠনের সভাপতি সুকুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক, মুক্তি বিশ্বাস, সদস্য, হাসান আলী, সংগঠনের সদস্য স্বর্ণা বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
আয়োজকেরা বলেন, দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে কুমারখালী প্রতিবন্ধী সংগঠন সর্বদা মানুষের পাশে থেকে সব ধরণের সহায়তা প্রদান করে আসছে। তারি অংশ হিসেবে প্রায় শতাধিক অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।
ভিওডি বাংলা/ মোশারফ হোসেন/আ







