• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে

নিজস্ব প্রতিবেদক    ১৪ জানুয়ারী ২০২৬, ১১:০৯ এ.এম.
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে চলছে আপিল শুনানি- ছবি-ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই আপিল শুনানি শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আজ আপিল নম্বর ২৮১ থেকে ৩৫০ পর্যন্ত মোট ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত চার দিনে মোট ২৮০টি আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রথম দিনে ৫২টি, দ্বিতীয় দিনে ৫৭টি, তৃতীয় দিনে ৪০টি এবং চতুর্থ দিনে ৫৩টি আপিল মঞ্জুর করা হয়েছে।

সংশোধিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটেই নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ : ড. মুহাম্মদ ইউনূস
ভোটেই নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ : ড. মুহাম্মদ ইউনূস
দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ইসি’র
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ইসি’র
নির্বাচন ডাকাতি যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
নির্বাচন ডাকাতি যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা