রাজধানীর ৩ পয়েন্টে ৭ কলেজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে একযোগে সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে এ কর্মসূচি শুরু হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর চূড়ান্ত অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে অধ্যাদেশ জারি করতে হবে-এ দাবিতেই তারা রাস্তায় নেমেছেন।
শিক্ষার্থীরা জানান, সাত কলেজের সমন্বয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে প্রণীত আইনের খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এরপর বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণ ও আলোচনার মাধ্যমে খসড়াটি হালনাগাদ করা হয়েছে। তবে এখনো তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি, যা শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও উদ্বেগ তৈরি করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের আশ্বস্ত করেছিল যে, ডিসেম্বরের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করে জানুয়ারির শুরুতেই অধ্যাদেশ জারি করা হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অগ্রগতি না হওয়ায় তারা আবার আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
শিক্ষার্থীরা জানান, একটি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে আগামী ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। তাই ওই সভাতেই আইনটির অনুমোদন নিশ্চিত করার দাবিতে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন।
আন্দোলনকারীরা আরও বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন হলে সাত কলেজের দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর হবে এবং শিক্ষার মানোন্নয়ন ঘটবে। তাই এটি কেবল একটি দাবি নয়, বরং শিক্ষার ভবিষ্যৎ রক্ষার আন্দোলন।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়, নির্ধারিত তারিখের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রাখবেন এবং প্রয়োজনে কর্মসূচি আরও কঠোর করা হবে।
এদিকে অবরোধ কর্মসূচির কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
ভিওডি বাংলা/জা






