বিজিবির নবীন সৈনিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার সতর্ক বার্তা

চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)’-এ ১০৪তম রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ ও শপথগ্রহণ অনুষ্ঠানে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম।
বুধবার (১৪ জানুয়ারি) প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার মহান দায়িত্ব পালনে সদা জাগ্রত থাকতে হবে। শৃঙ্খলা হলো সৈনিক জীবনের মূল অলংকার। আদেশ ও কর্তব্যে কখনো পিছপা না হওয়াই প্রকৃত সৈনিকের পরিচয়। সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর পেশাগত দক্ষতার মাপকাঠি।”
তিনি আরও বলেন, ২৩০ বছরের ঐতিহ্যবাহী বিজিবি কালের পরিক্রমায় সুসংগঠিত, চৌকষ, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। দেশের ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও মানবপাচার রোধ, অন্তঃসীমান্ত অপরাধ দমন এবং দুর্যোগ মোকাবিলায় বিজিবি অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
বিজিটিসিএন্ডসি গত ৪৪ বছর ধরে বিজিবির রিক্রুটদের প্রশিক্ষণ দিয়ে সীমান্তরক্ষী হিসেবে গড়ে তুলছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৭২টি ব্যাচ সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। ১০৪তম রিক্রুট ব্যাচে ৩০২৩ জন (পুরুষ ২৯৫০, মহিলা ৭৩) রিক্রুটকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমান অন্তবর্তী সরকারের নির্দেশনায় এবং বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে প্রয়োজনীয় অবকাঠামো ও ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা জাহাঙ্গীর আলমের মতে, “একসাথে তিন হাজারের বেশি রিক্রুটকে প্রশিক্ষণ দিয়ে বিজিটিসিএন্ডসি স্বাধীনতাত্তোর বাংলাদেশে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে। নবীন সৈনিকদের সতর্কতা, পেশাদারিত্ব এবং দেশপ্রেমই দেশের নিরাপত্তার প্রধান ভিত্তি।”
বিজিবির শপথগ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের সীমান্তরক্ষীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করা হচ্ছে।
ভিওডি বাংলা/জা







