ফেব্রুয়ারির শুরুতেই মিলবে লম্বা ছুটি

চলতি বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে দারুণ সুখবর। পবিত্র শবে বরাতের ছুটি উপভোগের সঙ্গে একদিন ছুটি ম্যানেজ করলেই মিলবে চার দিনের টানা বিশ্রাম।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরের বুধবার (৪ ফেব্রুয়ারি) চাঁদ দেখা সাপেক্ষে নির্বাহী আদেশে শবে বরাতের ছুটি থাকবে। এর সঙ্গে ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ছুটি নিলে শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি) যুক্ত হয়ে চার দিনের বিশ্রামের সুযোগ তৈরি হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপনের অনুযায়ী, চলতি বছরে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন থাকবে।
এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়েছে। এছাড়া মুসলিম পর্বে ৫ দিন, হিন্দু পর্বে ৯ দিন, খ্রিষ্টান পর্বে ৮ দিন, বৌদ্ধ পর্বে ৭ দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি থাকবে।
ভিওডি বাংলা/জা







