• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কোন ধরনের উস্কানিতে পা দিব না: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক    ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৩২ পি.এম.
নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস-ছবি-ভিওডি বাংলা

নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যেকোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা ও কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। 

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের পাশেই তার নির্বাচিত নির্বাচনী এলাকায় উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

একই এলাকার অন্যান্য প্রার্থীদের ইঙ্গিত করে তিনি বলেন, ‘অনেকেই নির্বাচন কমিশনের বিধিমালা অমান্য করে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। আমরা যেন তাদেরকে কোন প্রতিবাদ করি। কিন্তু আমরা কোন উস্কানিতে পা দিব না।’ 

মির্জা আব্বাস বলেন, ‘আমাদের নেতা কর্মীরা অত্যন্ত সুশৃংখল ও শান্ত। তাই আমরা কোন উস্কানিতে পা দিব না। তবে নির্বাচন কমিশনারকে আহ্বান জানাই তারা যেন এসব বিষয় খেয়াল রাখেন।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের মাধ্যমে বাংলাদেশপন্থী শক্তিকে প্রতিষ্ঠা করতে হবে
ইশরাক হোসেন ভোটের মাধ্যমে বাংলাদেশপন্থী শক্তিকে প্রতিষ্ঠা করতে হবে
শান্তি, ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার রবিনের
ঢাকা-৪ আসন শান্তি, ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার রবিনের
গানম্যান পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির
গানম্যান পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির