• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশ্বকাপ ট্রফি সবার জন্যই অনুপ্রেরণা : জামাল ভূঁইয়া

ক্রীড়া প্রতিবেদক    ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ পি.এম.
বিশ্বকাপ ট্রফির সঙ্গে ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার গিলবার্তো সিলভা ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া (ডানে)। সংগৃহীত ছবি

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় চার্টার্ড বিমানে করে ফিফা বিশ্বকাপ ফুটবলের মূল ট্রফি বাংলাদেশে পৌঁছেছে। ট্রফির সঙ্গে ঢাকায় এসেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার গিলবার্তো সিলভা। কয়েক ঘণ্টার সফরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কালো পর্দা সরিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেন তিনি।

এ সময় ট্রফির পাশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। জীবনে প্রথমবার বিশ্বকাপ ট্রফি সামনে থেকে দেখে রোমাঞ্চিত হয়ে পড়েন এই মিডফিল্ডার।

ট্রফি দেখে ও ছবি তোলার পর সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় জামাল ভূঁইয়া বলেন, “অভিজ্ঞতা অনেক ভালো ছিল। গিলবার্তো ট্রফির সঙ্গে এসেছে—এটা বিশেষ অনুভূতি। এই প্রথম আমি সামনে থেকে বিশ্বকাপ ট্রফি দেখলাম। সত্যিই অনেক ভালো লাগছে। সামনের প্রজন্মের বাংলাদেশের ফুটবলারদের জন্য বিশ্বকাপ একটা বড় অধ্যায় হতে পারে—এভাবেই বিষয়টি বলা যায়।”

ট্রফির আকার নিয়ে নিজের ধারণার কথাও জানান জামাল। তিনি বলেন, “আমি ভেবেছিলাম বিশ্বকাপ ট্রফিটা হয়তো ছোট হবে। কিন্তু সামনে থেকে দেখে বুঝলাম, এটা আসলেই অনেক বড়। জেনে ভালো লেগেছে, ট্রফিটিতে প্রায় সাত কেজি খাঁটি সোনা রয়েছে। এই ট্রফি সবার জন্যই অনুপ্রেরণা—সবাইকে আরও উজ্জীবিত করবে।”

২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন জাতীয় দলের অধিনায়ক। জামাল বলেন, “২০০২ সালে ব্রাজিল যখন বিশ্বকাপ জিতেছিল, তখন আমার বয়স ছিল ১২ বছর। রোনালদো, কাফু, রিভালদো, গিলবার্তো—সবাই আমাকে খুব অনুপ্রাণিত করেছে। টিভিতে ট্রফি দেখা আর সামনে থেকে দেখা এক নয়। সামনে আরেকটি বিশ্বকাপ আসছে। আমি চাইবো আমার জন্মস্থান ডেনমার্ক চ্যাম্পিয়ন হোক। না হলে ব্রাজিল জিতুক।”

এদিকে বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ আশাবাদী কণ্ঠে বলেন, “বিশ্বকাপ খেলার স্বপ্ন ও স্পিরিট অবশ্যই আমাদের আছে। তবে সেই সামর্থ্য এখনো অর্জন করা সম্ভব হয়নি। এখন না হলেও কোনো এক প্রজন্মে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে—আমি বিশ্বাস করি, একদিন বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে পৌঁছাবে।”

ভিওডি বাংলা/ এসআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুপার কাপ হারের পর আলোনসোকে বিদায়
দায়িত্বে আরবেলোয়া সুপার কাপ হারের পর আলোনসোকে বিদায়
রাজশাহীর জয়, শেষ চারে তিন দল
রাজশাহীর জয়, শেষ চারে তিন দল
বাংলাদেশ দলে মুস্তাফিজ থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে
আইসিসি বাংলাদেশ দলে মুস্তাফিজ থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে