• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পররাষ্ট্র উপদেষ্টা

পরিবেশ তৈরি না হলে গাজায় যাবে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক    ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:০০ পি.এম.
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সংগৃহীত ছবি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গাজায় বাংলাদেশি বাহিনী পাঠানোর বিষয়ে এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে এখনো কেবল আলোচনা চলছে। পরিবেশ অনুকূল না হলে বাংলাদেশ সেখানে যাবে না।

বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজায় বাহিনী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের কিছু স্পষ্ট শর্ত রয়েছে।
“প্রথমত, আমরা সেখানে যুদ্ধ করতে যাবো না। দ্বিতীয়ত, সেখানে এমন কোনও কর্তৃপক্ষ থাকতে হবে, যাদের সঙ্গে আমাদের যোগাযোগ ও কথাবার্তা বলা সম্ভব। এই পরিবেশ সৃষ্টি না হলে আমরা যাবো না। এখনো কারা থাকবে, কারা থাকবে না—কোনও কিছুই চূড়ান্ত হয়নি।”

তিনি আরও বলেন, এখনো বাহিনী গঠনের কাজ শুরু হয়নি এবং বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে। “আসলে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।”

বর্তমান সরকারের মেয়াদ শেষের দিকে থাকায় বিষয়টি নিয়ে আলোচনা কতটা যৌক্তিক—এ প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, “সরকারের মেয়াদ শেষের দিকে এলেও রাষ্ট্র তো থেকে যায়। কিছু ব্যক্তি পরিবর্তিত হয়, কিন্তু দেশের স্বার্থ ও আন্তর্জাতিক সম্পৃক্ততা মুহূর্তে বদলে যায় না। আমরা এমন কোনও কাজ করছি না, যেটা পরবর্তী সরকার এসে উল্টে দিতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, সম্ভাব্য ক্ষমতা হস্তান্তর হবে স্মুথ ট্রানজিশন। “২০২৪ সালের আগস্টে যেটা হয়েছিল, সেটা ছিল একটি সহিংস পরিবর্তন। সে ধরনের পরিস্থিতিতে নীতিগত বড় পরিবর্তন আসে। কিন্তু বর্তমানে আমরা যে কাজগুলো করছি, সেগুলো গুছিয়ে রাখার চেষ্টা করছি। চূড়ান্ত সিদ্ধান্ত বা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত পরবর্তী সরকারই নেবে।”

তিনি জানান, বিষয়টি শুধু বাংলাদেশের একক সিদ্ধান্তের বিষয় নয়। “এতে বিশ্বের অনেক দেশের সম্পৃক্ততা রয়েছে। তাই আগামী তিন সপ্তাহের মধ্যেই এ বিষয়ে কোনও সমাধান হবে বলে আমরা মনে করি না।”

পাকিস্তানের সঙ্গে কোনও সামরিক বা রাজনৈতিক জোটে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে কি না—এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশ গত দেড় বছরে কোনও জোটে যোগ দেয়নি। বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপিং নিয়ে আলোচনা হয়—যেমন সার্ক, এসএজি, সাংহাই কো-অপারেশন। আমরা কেবল তখনই কোনও জোটে যাবো, যখন দেখবো এতে আমাদের জাতীয় স্বার্থ সুরক্ষিত হবে।”

এর আগে সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার-এর সঙ্গে বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে অংশ নিতে নীতিগতভাবে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে
ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে
বিজয় দিবসে ৫৪ পতাকা নিয়ে প্যারাট্রুপিং
গিনেসে বাংলাদেশ বিজয় দিবসে ৫৪ পতাকা নিয়ে প্যারাট্রুপিং
আপিল শুনানির তৃতীয় দিনে ৫৩ প্রার্থীর মনোনয়ন বৈধ
আপিল শুনানির তৃতীয় দিনে ৫৩ প্রার্থীর মনোনয়ন বৈধ