• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এম নাজমুল ইসলাম

বিশ্বকাপে না খেললে বিসিবির ক্ষতি নেই

ক্রীড়া প্রতিবেদক    ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:২৭ পি.এম.
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। সংগৃহীত ছবি

নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ—এ সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির অবস্থান স্পষ্ট—ভেন্যু পরিবর্তন করে যদি শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হয়, তবেই বিশ্বকাপে অংশ নেবে দলটি।

অন্যথায় আইসিসি যে সমাধানই প্রস্তাব করুক না কেন, তা মানবে না বিসিবি। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম-এর বক্তব্যেও সেই ইঙ্গিত পাওয়া গেছে।

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না হলে বিসিবির আর্থিক ক্ষতি হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম জানান, বোর্ডের কোনো লাভ-ক্ষতির বিষয় নেই। মঙ্গলবার

মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটারদের। কারণ খেললে ক্রিকেটাররা ম্যাচ ফি পায়। এছাড়া ম্যান অব দ্য ম্যাচ বা বিশেষ পারফরম্যান্সের জন্য আইসিসির নিয়ম অনুযায়ী তারা প্রাপ্য অর্থ পায়—এগুলো খেলোয়াড়দের ব্যক্তিগত পাওনা।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ খেলুক বা না খেলুক, এই বিশ্বকাপে বোর্ডের আর্থিক লাভ-ক্ষতির কোনো বিষয় নেই। অন্তত এই টুর্নামেন্টের ক্ষেত্রে বিসিবি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না।’

ভিওডি বাংলা/ এসআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি
বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই: আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই: আইসিসি
সুপার কাপ হারের পর আলোনসোকে বিদায়
দায়িত্বে আরবেলোয়া সুপার কাপ হারের পর আলোনসোকে বিদায়